সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

দেশনেত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র বরদাশত হবে না : ডা. শাহাদাত

| প্রকাশিতঃ ২৯ ডিসেম্বর ২০১৭ | ৮:২৫ অপরাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেছেন, এই অবৈধ সরকার আগামী নির্বাচন নিয়েও তালবাহানা শুরু করেছে। তারা আবারও খালি মাঠে গোল দিতে চায়। সরকার অবৈধভাবে ক্ষমতায় এসে জনগণের উপর জুলুম নির্যাতন চালিয়েছে। শেষ সময়ে এসে তারা বেসামাল হয়ে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু কোনো ষড়যন্ত্রই এ দেশের জনগণ বরদাস্ত করবে না। তাই নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। দলের সকল কর্মসূচি সফল করার জন্য সর্বাত্মকভাবে এগিয়ে আসতে হবে।

শুক্রবার বিকেলে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির কর্মীসভা উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় ডা. শাহাদাত এই কথা বলেন। এসময় তিনি শনিবার সকাল ১০ টায় কাজীর দেউড়ির ভিআইপি ব্যাংকুইট কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত কর্মীসভা সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, আমরা চট্টগ্রামে সুন্দর একটি কর্মী সভা উপহার দিতে চাই।

ঐক্যবদ্ধভাবে এ কর্মী সভাকে সফল করার জন্য চট্টগ্রাম মহানগর বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের শৃঙ্খলাপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনিপর সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, সহ-সভাপতি এম এ আজিজ, মো. মিয়া ভোলা, সবুক্তগীন ছিদ্দিকী মক্কী, শফিকুর রহমান স্বপন, অধ্যাপক নুরুল আলম রাজু, সৈয়দ আহাম্মদ, নিয়াজ মোহাম্মদ খান, এস.এম আবুল ফয়েজ, সিনিয়র যুগ্ম সম্পাদক এস.এম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক মো: শাহ আলম, ইয়াছিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, জাহাঙ্গীর আলম দুলাল, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম মঞ্জু, কামরুল ইসলাম প্রমুখ।

সভায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমান ছাড়া অন্য কোনো ছবি প্লেকার্ড, ব্যানারে সংযুক্ত না করার সিদ্ধান্ত হয়। একই সাথে এই তিনজন ছাড়া অন্য কোনো নামে স্লোগান দেয়া থেকে বিরত থাকতে বলা হয় প্রস্তুতি সভায়।