কাবুল : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগড়হারের এক বিমান হামলায় পাঁচ ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি নিহত হয়েছে।
সোমবার দেশটির বিশেষ বাহিনী একথা জানিয়েছে।
রোববার সন্ধ্যায় নানগড়হার প্রদেশের দিহ্ বালা জেলায় আফগান স্পেশাল অপারেশন ফোর্সের এক বিমান হামলায় এসব জঙ্গি নিহত হয়েছে।
খবর সিনহুয়া’র।
এক বিবৃতিতে অপারেশনাল কোঅর্ডিনেশন গ্রুপ আফগানিস্তান জানায়, এই অভিযানে আইএস’র পাঁচ জঙ্গি নিহত ও অপর দুই জন আহত হয়েছে।