সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

আফগানিস্তানে আইএসের দুই কমান্ডারসহ ২০ জঙ্গি নিহত

| প্রকাশিতঃ ৬ জানুয়ারী ২০১৮ | ৯:৩৮ অপরাহ্ন

মেহতারলাম (আফগানিস্তান) : আফগানিস্তানের পূর্বাঞ্চলের লেগমান প্রদেশে জঙ্গিদের গোপন আস্তানায় সরকারী বাহিনীর হামলায় দুই কমান্ডারসহ ২০ আইএস জঙ্গি নিহত হয়েছে।

শুক্রবার রাতে এ হামলা চালানো হয়। খবর সিনহুয়া’র।

সেনাবাহিনীর পূর্বাঞ্চলের মুখপাত্র শিরিন আগা ফাকিরি বার্তা সংস্থাকে বলেন, ‘গোয়েন্দাদের গোপন তথ্যের ভিত্তিতে প্রদেশটির আলিনগর জেলার নুরলাম গ্রামের জঙ্গিদের গোপন আস্তানায় সরকারী সেনারা শুক্রবার রাতে হামলা চালায়। এতে করে মাওলাই তোরাব ও মুসা খান নামের দু’জন আইএস নেতাসহ ২০ জঙ্গি নিহত হয়।’

বিস্তারিত আর কিছু বলতে মুখপাত্র অস্বীকার করেন।

তবে আইএস এর পক্ষ থেকে এ বিষয়ে কোন মন্তব্য করা হয় নি।