সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

ব্রিটেন সফর বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প

| প্রকাশিতঃ ১২ জানুয়ারী ২০১৮ | ১১:২০ পূর্বাহ্ন

বিবিসি: ব্রিটেন সফর বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ফেব্রুয়ারিতে তার ব্রিটেনে আসার কথা ছিল।

লন্ডনে যুক্তরাষ্ট্রের নতুন দূতাবাস নির্মাণ করা হয়েছে। সেটি উদ্বোধন করার কথা ছিল ট্রাম্পের। কিন্তু তার বদলে উদ্বোধন করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।

গত বছর যুক্তরাষ্ট্র সফর করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। এসময় তিনি রাণী দ্বিতীয় এলিজাবেথের পক্ষ থেকে ট্রাম্পকে ব্রিটেন সফরের আমন্ত্রণ জানান।

ট্রাম্প সে আমন্ত্রণ গ্রহণ করেন বলে সেসময় বিবৃতি দিয়েছিল মে প্রশাসন। এবার ট্রাম্পের সফরের বাতিলের ঘটনায় কোনো মন্তব্য করেননি ব্রিটিশ সরকার।