সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

ভারতে ৪০ স্কুল ছাত্রসহ নৌকা ডুবি

| প্রকাশিতঃ ১৩ জানুয়ারী ২০১৮ | ৬:৩৩ অপরাহ্ন

নয়াদিল্লী : ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে শনিবার আরব সাগরের উপকূলে ৪০ জন স্কুলছাত্র নিয়ে একটি নৌকা ডুবে গেছে।
দেশটির কর্মকর্তারা একথা জানান।

স্থানীয় পুলিশ কর্মকর্তা বলেন, ‘এখন পর্যন্ত এই ঘটনায় ৩২ শিশুকে উদ্ধার করা হয়েছে। অন্যরা এখনো নিখোঁজ রয়েছে।’

স্থানীয় টিভি চ্যানেলে চার জনের মৃত্যুর কথা বলা হলেও আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কিছু নিশ্চিত করে জানানো হয়নি।

ওই কর্মকর্তা আরো বলেন, উদ্ধার অভিযানে যোগ দিতে ভারতীয় কোস্ট গার্ডের দুটি জাহাজ গতিপথ পরিবর্তন করে ঘটনাস্থলের দিকে রওয়ানা দিয়েছে। এছাড়াও উদ্ধার অভিযানে একটি বিমান ও দুটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।