সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

আফগানিস্তানে ২৬ জঙ্গি নিহত

| প্রকাশিতঃ ১৩ জানুয়ারী ২০১৮ | ৬:৩০ অপরাহ্ন

কাবুল : আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী গত ২৪ ঘন্টায় দেশব্যাপী অভিযান চালিয়ে ২৬ সশস্ত্র জঙ্গিকে হত্যা করেছে। এ সময় আরো ১৬ জঙ্গি আহত হয়েছে।
শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘আফগানিস্তানের যৌথ বাহিনী এই অভিযানকালে তিন জঙ্গিকে আটক করেছে। নিহতদের মধ্যে ১৩ জন ইসলামিক স্টেট যোদ্ধা।’

এই অভিযানে বিপুলসংখ্যক অস্ত্র উদ্ধার এবং রাস্তার পাশে পেতে রাখা বোমা ও ল্যান্ডমাইন অপসারণ করা হয়েছে।