সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

‘কনস্টেবল ও সুইপার থেকে টাকা গ্রহণকারী নেতা দলে দরকার নেই’ : ওবায়দুল কাদের

| প্রকাশিতঃ ১৪ জানুয়ারী ২০১৮ | ৬:২৮ অপরাহ্ন

চট্টগ্রাম : যে নেতা কনস্টেবল ও সুইপার নিয়োগ থেকে টাকা নেয় দলে সেই নেতার দরকার নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার বিকেলে চট্টগ্রামের লালদিঘী ময়দানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রয়াত সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এই মন্তব্য করেন।

রোববার সকালে মহিউদ্দিন চৌধুরীর শোকসভা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী মহিউদ্দিন চৌধুরীর অবর্তমানে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে তার মাধ্যমে বার্তা দিয়েছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মহিউদ্দিন চৌধুরী আজ আমাদের মাঝে নেই। তার অবর্তমানে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে, দল সংগঠিত থাকলে মহিউদ্দিন চৌধুরীর আত্মা শান্তি পাবে।

দলে দুর্দিনের, ত‌্যাগী নেতাকর্মীরা উপেক্ষিত, কোণঠাসা দাবি করে ওবায়দুল কাদের বলেন, আপনারা পকেট কমিটি করবেন না, পকেট ভারি করার কমিটি করবেন না।

আগামীতে এসব ত্যাগী নেতাকর্মীদের কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার নেতাদের অনুরোধ জানান ওবায়দুল কাদের।

এসময় ছাত্রলীগ নেতাকর্মীদের ‘নেতা’র স্বার্থরক্ষার পাহারাদার না হয়ে বঙ্গবন্ধুর আদর্শের পাহারাদার হওয়ার নির্দেশ দেন ওবায়দুল কাদের। ভবিষ্যতে চট্টগ্রাম আওয়ামী লীগের রাজনীতিতে কোনো খারাপ খবর শুনলে ভালো হবে না বলেও হুঁশিয়ার করেন দলের দ্বিতীয় শীর্ষ এ নেতা।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় শোকসভায় দলের প্রেসিডিয়াম সদস্য, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. আফছারুল আমীন, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, মহিউদ্দিনপুত্র ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সংসদ সদস্য মো. দিদারুল আলম, কেন্দ্রীয় উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, দক্ষিণ জেলার সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ, উত্তর জেলার সভাপতি নুরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ সালাম প্রমুখ বক্তৃতা করেন।