চট্টগ্রাম : আগামী নির্বাচনে বৃহত্তর চট্টগ্রামের ২২ টি আসন জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিয়ে প্রয়াত নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানাতে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও প্রেসিডিয়াম মেম্বার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
রোববার বিকেলে চট্টগ্রাম আওয়ামী লীগ আয়োজিত এবিএম মহিউদ্দিন চৌধুরীর শোকসভায় এই আহ্বান জানান তারা।
ওবায়দুল কাদের বলেন, আপনারা মহিউদ্দিন চৌধুরীকে যদি শ্রদ্ধা নিবেদন করতে চান, তাহলে চট্টগ্রামে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করতে হবে। যেখানে দুর্দিন, সেখানে মহিউদ্দিন। দুঃসময়ে, দুর্দিনে মহিউদ্দিন চৌধুরী যেমন চট্টগ্রামবাসীকে ঐক্যবদ্ধ করতেন, তেমনি শেখ হাসিনা বঙ্গবন্ধুর দুর্ভেদ্য ঘাঁটি এই চট্টগ্রামে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ অগ্রযাত্রা প্রত্যাশা করেছেন।
এসময় নেতাকর্মীদের হাত তুলে ঐক্যবদ্ধ থাকার ওয়াদা করান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে কোনো শক্তি চট্টগ্রামে আওয়ামী লীগের বিজয় ঠেকাতে পারবে না। আপনারা ঐক্যবদ্ধ হোন। চট্টগ্রামকে আবারও সংগ্রাম-আন্দোলন, মুক্তিযুদ্ধ আর গণতন্ত্রের দুর্ভেদ্য ঘাঁটিতে পরিণত করুন। আগামী নির্বাচনে চট্টগ্রামের সবগুলো আসনে বিজয় ছিনিয়ে এনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন, মহিউদ্দিন চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করুন।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ”মহিউদ্দিন চৌধুরীর সাথে এই লালদিঘী ময়দানে কত বক্তৃতা দিয়েছি। আন্দোলন-সংগ্রাম করেছি। বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে আমি আর মহিউদ্দিন চৌধুরী একসাথে প্রতিবাদ, প্রতিরোধ গড়ে তুলেছিলাম। মহিউদ্দিন চৌধুরী আন্ডারগ্রাউন্ডে থেকে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। আজ এসব কেবল স্মৃতি।”
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, শত অন্যায়-অবিচার, জেল-জুলুম উপেক্ষা করে আমি ও মহিউদ্দিন চৌধুরী বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার প্রতি আনুগত্য প্রদর্শনে অবিচল ছিলাম।
মহিউদ্দিনের অবদান ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আগামী নির্বাচনে বৃহত্তর চট্টগ্রামের ২২ টি আসন জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্ববান জানিয়ে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বলেন, এর মধ্যদিয়ে মহিউদ্দিনের আত্মা শান্তি পাবে।