সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

প্রণব মুখার্জির জন্য চট্টগ্রামবাসীর অপেক্ষা

| প্রকাশিতঃ ১৬ জানুয়ারী ২০১৮ | ১২:০৯ পূর্বাহ্ন

চট্টগ্রাম : বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে চট্টগ্রামে বরণ করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। একদিনের এই সফরে ভারতের সাবেক রাষ্ট্রপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডিলিট ডিগ্রি গ্রহণসহ বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন।

জানা যায়, মঙ্গলবার সকালে ঢাকা থেকে ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন প্রণব মুখার্জি। সেখানে চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরীসহ উর্দ্ধতন কর্মকর্তারা তাকে স্বাগত জানাবেন।

সকাল ১১টায় প্রণব মুখার্জি রেডিসন ব্লু হোটেলে পৌঁছবেন। বেলা সাড়ে ১২টায় তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পৌঁছবেন। সেখানে ডি-লিট ডিগ্রি গ্রহণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন। সেখানে দুপুরের আহার শেষ করে তিনটার দিকে প্রণব মুখার্জি রাউজানের উদ্দেশে রওয়ানা হবেন। রাউজান বিশ্ববিদ্যালয় কলেজের পাশে বিপ্লবী সূর্যসেনের নামে স্থাপিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধ জানাবেন এবং মন্তব্য বইয়ে স্বাক্ষর করবেন। এরপর সূর্যসেনের নামে পাঠাগার উদ্বোধন করবেন।

সেখান থেকে প্রণব মুখার্জি রাউজানের নোয়াপাড়ায় সূর্যসেনের জন্মভিটায় যাবেন। এরপর সরাসরি নগরীতে ফিরে রাত ৮টায় রেডিসন ব্লু হোটেলে ভারতীয় সহকারী হাই কমিশন আয়োজিত সুধী সমাবেশে যোগ দেবেন। সেখানেই তিনি রাত্রিযাপনের কথা রয়েছে।
সিটি মেয়র আ জ ম নাছিরের উদ্দীনের নেতৃত্বে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১০ সদস্যের প্রতিনিধি দল সুধী সমাবেশে যোগ দিয়ে প্রণব মুখার্জিকে নগরীর চাবি উপহার দেয়ার কথা রয়েছে।

রাউজানে প্রণব মুখার্জীকে স্বাগত জানাবেন স্থানীয় সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।

বুধবার সকালে প্রণব মুখার্জি ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ছাড়বেন। যাত্রাপথে নগরীর পাহাড়তলীতে অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতির স্থান ইউরোপিয়ান ক্লাব এবং পরে দামপাড়া পুলিশ লাইনে অস্ত্রাগার পরিদর্শন করার কথা রয়েছে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির। ওই অস্ত্রাগারটি ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় লুট করেছিলেন বিপ্লবীরা।

এদিকে ভারতের সাবেক রাষ্ট্রপতির নিরাপত্তায় চট্টগ্রাম নগরী ও জেলায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় তিন হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বিমানবন্দর থেকে রেডিসন ব্লু হোটেল পর্যন্ত এবং যেসব স্থান দিয়ে ভারতের সাবেক রাষ্ট্রপতি যাবেন, প্রত্যেকটি স্পটে পুলিশ থাকবে। দেড় হাজারের মতো পুলিশ মোতায়েন থাকবে।

চট্টগ্রাম জেলা পুলিশও ভারতের সাবেক রাষ্ট্রপতি যে পথ দিয়ে যাবেন সেই পথে নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয় থেকে রাউজান যাওয়া-আসার পথে ১৩০০ সদস্য মোতায়েন থাকবে।

এর আগে সর্বশেষ ২০১৩ সালের মার্চে বাংলাদেশ সফরে আসেন ভারতে সেসময় রাষ্ট্রপতির দায়িত্বে থাকা প্রণব মুখার্জি। সেসময় তিনি শ্বশুরবাড়ি নড়াইলের পুটিবিলা গ্রামে যান।

ভারতের কংগ্রেসের প্রবীণ নেতা প্রণব মুখার্জি ২০১২ সালের ২৫ জুলাই দেশটির রাষ্ট্রপতি নির্বাচিত হন। গত বছরের ২৪ জুলাই রাষ্ট্রপতির মেয়াদ শেষ হয়।