সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

মোদির পদক্ষেপে হতাশ নেতানিয়াহু

| প্রকাশিতঃ ১৬ জানুয়ারী ২০১৮ | ২:৫১ অপরাহ্ন

বাসস: ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল সোমবার বলেছেন, ইসরাইলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দেয়ার বিষয়ে ভারতের প্রত্যাখানে তিনি অনেক হতাশ হয়েছেন। তবে এটি তার যুগান্তকারী নয়াদিল্লী সফরের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে না। খবর এএফপি’র।

মুম্বাইয়ে ২০০৮ সালের হামলায় নিহত এক ইহুদি দম্পতির হত্যাকারীদের ‘ধরা হবে’ বলেও নেতানিয়াহু প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ভারতে ছয় দিনের সফরে এ দম্পতির সন্তান তার সঙ্গী হিসেবে রয়েছেন।

গতকাল রোববার ইসরাইলি এ নেতা একটি ব্যবসায়ী প্রতিনিধি দল নিয়ে ভারত সফরে আসেন।

সোমবার প্রকাশিত এক সাক্ষাতকারে নেতানিয়াহু মিডিয়া গ্রুপ ইন্ডিয়া টুডেকে বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার ‘বিশেষ সম্পর্ক’ রয়েছে।
উল্লেখ্য, ইসরাইলের রাজধানী হিসেবে জেরুজালেমকে ওয়াশিটনের স্বীকৃতির নিন্দা জানাতে গত মাসে জাতিসংঘ আয়োজিত ভোটাভুটিতে ভারতসহ শতাধিক দেশ অংশ নেয়। এতে ইসরাইল হতাশা প্রকাশ করে।

ওই সাক্ষাতকারে নেতানিয়াহু বলেন, ‘ ভারতের এমন পদক্ষেপে ‘স্বাভাবিকভাবে হতাশ হলেও আমি মনে করি এ সফর প্রমাণ করে আমাদের সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে’।

বিগত ১৫ বছরের মধ্যে এই প্রথম ইসরাইলের কোন নেতা ভারত সফর করছেন।