সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

লিবিয়ায় বিমানবন্দরে হামলায় হতাহত ৮৯

| প্রকাশিতঃ ১৬ জানুয়ারী ২০১৮ | ১১:৪৮ অপরাহ্ন

ত্রিপলি: লিবিয়ার রাজধানী ত্রিপলির আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার ভোরে এক হামলায় ২০ জন নিহত ও অপর ৬৯ জন আহত হয়েছে। হতাহতদের মধ্যে বেসামরিক লোকজন রয়েছে।

ত্রিপলি’র ফিল্ড হসপিটালের পরিচালক আব্দুদদায়েম আল-রাবরি বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, এমইটিগা আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘর্ষের ঘটনায় অনেকে গুরুতর এবং অনেকে সামান্য আহত হয়েছে।

এর আগে রাবরি আহতদের চিকিৎসায় এগিয়ে আসার জন্য সকল চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীকে নির্দেশ দেন।

তিনি আরো জানান, সোমবার সকালে ভারী অস্ত্রে সজ্জিত হয়ে একদল হামলাকারী বিমানবন্দরে হামলা চালায়।

স্পেশাল ডিটারেন্ট ফোর্স-এর পক্ষ থেকে বলা হয়েছে, ‘অপরাধীদের ওই মিলিশিয়া বাহিনীটি বশির আল-বাকারাহ্ নামে পরিচিত। এরা জেল থেকে পালিয়ে মিলিশিয়া বাহিনীটিতে যোগ দিয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দরটিতে হামলাকারীদের সবাই পলাতক রয়েছে। ডেটারেন্ট ফোর্স তাদের সন্ধান করছে।’

বর্তমানে পরিস্থিতি নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়ন্ত্রণে রয়েছে বলে ডেটারেন্ট ফোর্স নিশ্চিত করেছে।

বেসামরিক বিমান কর্তৃপক্ষের প্রধান নসর-আদদ্বীন শায়েব আল-আইন বলেন, নিরাপত্তাজনিত কারণে বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

তিনি আরো বলেন, ‘সংঘর্ষ অব্যাহত থাকার কারণেই বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। সংঘর্ষ থেমে গেলে এবং নিরাপত্তা নিশ্চিত হলে আমরা আবার বিমান চলাচল শুরুর অনুমতি দিব।’