সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

আদালতকে হুমকি দিচ্ছে বিএনপি নেতারা : হাছান মাহমুদ

| প্রকাশিতঃ ২৯ জানুয়ারী ২০১৮ | ৮:০৫ অপরাহ্ন

ঢাকা : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আন্দোলনের কথা বলে বিএনপি নেতারা আদালতকে হুমকি দিচ্ছেন।

তিনি বলেন, বিএনপির নেতারা মাঠ গরম করছে। টেলিভিশনের পর্দা গরম করছে। টকশোর পর্দা ফাটিয়ে দিচ্ছে। আদালতকে হুমকি দিচ্ছে। বেগম জিয়ার শাস্তি হবে কি-না সেটা আদালত জানে। তারা বলে শাস্তি হলে আগুন জ্বলবে।

হাছান মাহমুদ আজ সোমবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘বর্তমান প্রেক্ষাপটÑচলমান রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এই আলোচনা সভার আয়োজন করে।

সংগঠনের উপদেষ্টা লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি চিত্রনায়ক ফারুক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, সংগঠনের সহ সভাপতি চিত্রনায়িকা দিলারা ইয়াসমিন প্রমুখ বক্তব্য রাখেন।

বিএনপি নেতাদের বক্তব্যের জন্য আদালত ব্যবস্থা নেবেন এমন আশা প্রকাশ করে হাছান মাহমুদ বলেন, যারা আন্দোলনের ডাক দিয়ে এসি রুমে বসে হিন্দি সিনেমা দেখে তাদের ডাকে কোনো কর্মী মাঠে আসবে না।

তিনি বলেন, সরকারের মন্ত্রী এমপিদের আদালতের কাছে ক্ষমা চাইতে হয়েছে। কেউ জেলও খেটেছেন। কিন্তু বেগম জিয়া আদালত হেনস্তা করেছেন। দেশে থেকেও বারবার সময় নিয়েছে। দেশে থেকে এভাবে বারবার আদালতের কাছে সময় নেওয়ার রেকর্ড মনে হয় নেই।

আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, তৎকালীন বিএনপির মন্ত্রীদের কাছে অনুরোধ করেও হেলিকপ্টার পাওয়া যায়নি। হেলিকপ্টার পাওয়া গেলে শাহ এএসএমএস কিবরিয়ার জীবন রক্ষা পেত। কিবরিয়ার মত এত বড় অর্থনীতিবিদকে বিএনপি-জামায়াত সরকারের নীলনকশায় হত্যা করা হয়েছিল। আর হত্যার সাথে বিএনপি নেতৃবৃন্দ জড়িত ছিল। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি ছিলেন অন্যতম ভাষা সৈনিক।