চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর বিএনপি সভাপতি ডা. শাহাদাত হোসেনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে নগরীর বিএনপি কার্যালয় নাসিমন ভবনের সামনে থেকে তাকে আটক করা হয়।
খালেদা জিয়ার রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই নেতাকর্মীরা নাসিমন ভবনের সামনে অবস্থান নেয়। পরে যোগ দেন বিএনপি সভাপতি ডা. শাহাদাত হোসেনসহ দলের অন্যান্য নেতাকর্মীরা। দুপুর ১.৩০ এর দিকে দলের মহিলাকর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। একপর্যায়ে পুলিশ ভেতরে গিয়ে সভাপতি ডা. শাহাদাত হোসেনসহ আরও দশজনকে আটক করে নিয়ে যায়। এর আগে দলের মহিলা নেত্রী আঁখিসহ ৫জনকে আটক করে পুলিশ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএনপি কার্যালয় পুলিশ ঘেরাও করে রেখেছে।