চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নে হালদা নদীতে নৌকা ডুবে নিখোঁজ পাঁচ জনের মধ্যে চারজনের লাশ পাওয়া গেছে। শনিবার সকাল ৯টা থেকে বেলা ১১টার মধ্যে হালদার ধুরং খাল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
যে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে, তারা হলেন- মোঃ নুরুল ইসলাম (৫৬), মোঃ আরমান (৩), মোঃ রিমন (১৮) ও মোঃ রিজভী (১৪)। তবে মোঃ আবদুর রহিম (১৩) নামে একজনকে শনিবার বিকেল ৫টা পর্যন্ত পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক কামাল উদ্দিন ভুইয়া জানান, শনিবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে হালদার ধুরং খালের নাসির মোহাম্মদ তালুকদার ঘাটের এক কিলোমিটারের মধ্যে ভাসমান অবস্থায় তিন জনের লাশ পাওয়া যায়। পরে ১১টার দিকে আরমান নামের আরেক শিশুর লাশ ভেসে উঠে। নিখোঁজ থাকা রহিমকে না পাওয়া পর্যন্ত উদ্ধারকাজ চলবে।
এর আগে গত শুক্রবার বেলা ১২টার দিকে নাসির মোহাম্মদ তালুকদার ঘাট এলাকা পার হওয়ার সময় বাঁশের সঙ্গে ধাক্কা লেগে একটি নৌকা উল্টে যায়। ওই নৌকায় ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিল। তাদের মধ্যে বেশিরভাগই সাঁতরে তীরে উঠে যেতে সক্ষম হলেও পাঁচজন নিখোঁজ হন। ঘটনার পর থেকে স্থানীয়দের পাশাপাশি নিখোঁজদের সন্ধানে নামে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।