চট্টগ্রাম: ওয়ার্ল্ড সিটিজ সামিটস মেয়রস ফোরাম-২০১৬ এর চেয়ারম্যান লরেন্স ওং এর আমন্ত্রণে পাঁচ দিনের সফরে সিঙ্গাপুর গেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটযোগে তিনি ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন।
শনিবার চসিকের জনসংযোগ কর্মকতা মোঃ আবদুর রহিম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে আরো জানানো হয়- মেয়র আ জ ম নাছির ওয়ার্ল্ড সিটিজ সামিটস মেয়রস ফোরামে যোগ দেবেন। সিঙ্গাপুর সরকারের ব্যবস্থাপনায় এ সম্মেলন ৫দিন চলবে।
মেয়র আ জ ম নাছিরের সফরকালে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন প্যানেল মেয়র জোবাইরা নার্গিস খান।