সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

ভোলা ও মনির তিন দিনের রিমান্ডে

| প্রকাশিতঃ ১০ জুলাই ২০১৬ | ৪:৫০ অপরাহ্ন

chittagong courtচট্টগ্রাম: পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের মামলায় গ্রেফতার দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। রোববার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ আবদুল কাদের এ আদেশ দেন।

রিমান্ডে নেয়া দুই আসামি হলেন- এহতেশামুল হক ওরফে ভোলা ও তার সহযোগী মনির হোসেন।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, বাকলিয়া থানার একটি অস্ত্র মামলায় ভোলা ও মনিরকে জিজ্ঞাসাবাদ করতে আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। রোববার শুনানি শেষে দুই আসামিকে তিন দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন আদালত।

এর আগে গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় নগরীর জিইসি এলাকায় গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু। এ ঘটনায় জড়িত সন্দেহে গত ২৭ জুন রাতে বাকলিয়া এলাকা থেকে ভোলাকে গ্রেফতারের পর তার দেয়া তথ্যে একই এলাকা থেকে মনিরকে গ্রেফতার করা হয়। এরপর মনিরের কাছ থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও ছয়টি গুলি উদ্ধার করা হয়। এর মধ্যে একটি পিস্তল মিতু হত্যায় ব্যবহার করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় ভোলা ও মনিরকে আসামি করে বাকলিয়া থানায় একটি অস্ত্র মামলা হয়। এছাড়া অস্ত্র সরবরাহ করায় ভোলাকে মাহমুদা হত্যা মামলায়ও গ্রেফতার দেখানো হয়।