সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

আনসারউল্লাহর চার সদস্য পাঁচ দিনের রিমান্ডে

| প্রকাশিতঃ ১২ জুলাই ২০১৬ | ২:৪৬ অপরাহ্ন

chittagong courtচট্টগ্রাম: সীতাকুন্ডের বাড়বকুন্ড থেকে গ্রেফতার হওয়া আনসারউল্লাহ বাংলা টিমের চার সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার দুপুর দুইটায় আদালতের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আ স ম শহীদুল্লাহ কায়সার এ আদেশ দেন।

চারজন হলেন, মো. শিপন ওরফে ফয়সাল (২৫), খোরশেদ আলম (৩১), রাসেল মো. ইসলাম (৪১) ও মুছা ইবনে উমায়ের (২৫)।

চট্টগ্রাম জেলা পুলিশের আদালত পরিদর্শক এএইচএম মশিউর রহমান জানান, আনসারউল্লাহ বাংলা টিমের চার সদস্যকে সন্ত্রাস দমন আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর আগে শনিবার দিনভর অভিযান চালিয়ে সীতাকুণ্ড থেকে আনসারউল্লাহ বাংলা টিমের চার সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চারটি চাপাতি ও চারটি কিরিচ, ছয়টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও একটি ট্যাব এবং বেশকিছু জিহাদি বই উদ্ধার করা হয়।