চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পুটিবিলা ইউনিয়নের চান্দারবিল এলাকায় একদল বন্য হাতির আক্রমণে এক ব্যক্তি নিহত হয়েছেন।
গত মঙ্গলবার দিনগত রাত ২টায় দিকে চান্দারবিল এলাকায় একটি কৃষি খামারে এ ঘটনা ঘটে।
নিহত রমজান আলীর (৫৫) বাড়ি লোহাগাড়ার কলাউজান ইউনিয়নের নয়াহাট এলাকায়।
লোহাগাড়ার ডলু বন বিট কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর জানান, রাতে খামারে খাবারের খোঁজে যায় বন্য হাতিরা। এসময় অন্যরা পালিয়ে যেতে পারলেও রমজান আলী হাতির আক্রমণের শিকার হন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। নিহত রমজান আলীর পরিবারকে সরকারিভাবে আর্থিক সহযোগিতা দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।