রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

চুয়েটে সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৮ শুরু

| প্রকাশিতঃ ৬ মার্চ ২০১৮ | ৭:১৪ অপরাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৮ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। চুয়েট কেন্দ্রীয় খেলার মাঠে বিকেল সাড়ে ৪ টায় সপ্তাহব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. রনজিৎ কুমার সূত্রধর, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ উপ-পরিচালক অধ্যাপক ড. জি.এম সাদিকুল ইসলাম, শহীদ তারেক হুদা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ আব্দুর রশীদ, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, বেগম সুফিয়া কামাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ রিয়াজ আকতার মল্লিক, ড. কিউ.কে হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ মহি উদ্দিন এবং শহীদ মোহাম্মদ শাহ হলের প্রভোস্ট ড. মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শারীরিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন।

বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালনায় ও ছাত্রকল্যাণ দপ্তরের সহযোগিতায় এবারের প্রতিযোগিতায় ৩৮ টি ইভেন্টে প্রায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করছেন। প্রতিযোগিতার প্রথমদিনে ৬ টি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়। সপ্তাহব্যাপী উক্ত প্রতিযোগিতা চলবে আগামী ১২ মার্চ পর্যন্ত।