চট্টগ্রাম : চট্টগ্রামের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে শুধু পড়ালেখায় শিক্ষা দিলে হবে না, তাদেরকে নীতি ও নৈতিকতা শিখাতে হবে। শিক্ষকেরা ভালো মানুষ গড়ার করিগর। কোমলমতি শিক্ষার্থীরাও আগামী দিনের দেশের কর্ণধার। তাদেরকে নিজের সন্তান মনে করে আন্তরিকভাবে পাঠদানে উদ্ধুদ্ধ করলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ঘটবে এবং শিক্ষার ক্ষেত্রে আমাদের দেশ অনেক দূর এগিয়ে যাবে। এ জন্য প্রত্যেক শিক্ষক-অভিভাবকদের আন্তরিক হতে হবে।
রোববার সকাল ১০টায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৮ উপলক্ষে জেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক নগরীর পিটিআই মাঠে আয়োজিত শিক্ষা মেলার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় শিক্ষা সপ্তাহের এবারের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘মানসম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা’।
জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শিক্ষামেলার আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। এ মেলায় যেসব শিক্ষা উপকরণ শিক্ষকেরা উপস্থাপন করেছেন সেগুলো থেকে ছাত্র-ছাত্রীরা অনেক কিছু শিখতে ও জানতে পারবে। শিক্ষক-শিক্ষার্থীদের জন্য এ মেলা অতীব গুরুত্বপূর্ণ। মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে আমরা সবাই একসাথে কাজ করবো। পড়ালেখার মানোন্নয়নে তিনি বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করবেন বলে জানান।
প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মো. সুলতান মিয়ার সভাপতিত্বে ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হৃষিকেশ শীলের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরীন সুলতানা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান ও চট্টগ্রাম পিটিআই সুপার কামরুন্নাহার।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জহির উদ্দিন চৌধুরী। শেষে বেলুন উড়িয়ে শিক্ষা মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা মেলায় আগত নগরী ও জেলার বিভিন্ন শিক্ষা থানা/উপজেলার ২০টি স্টল পরিদর্শন করেন। মেলায় বিভাগীয় ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। সবশেষে শিক্ষা মেলা উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়।