নিদাহাস ট্রফিতে আবারও মুখোমুখি ভারত আর বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত জানিয়েছেন।
আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত এক জয়ে বেশ উজ্জীবিত বাংলাদেশ। আজ জিতলে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে মাহমুদউল্লাহর দল। আর ভারত জিতলে তাদের ফাইনাল নিশ্চিতই হয়ে যাবে।
নিদাহাস ট্রফিতে ভারতের সঙ্গে প্রথম দেখায় ৬ উইকেটে হেরে গিয়েছিল বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদের দলের জন্য আজকের ম্যাচটি তাই এক প্রকার প্রতিশোধেরও।
বাংলাদেশ বনাম ভারত (লাইভ):
https://www.facebook.com/bdprocar/videos/1585026021552171/
পাওয়ার প্লেতে ভারত ৪৯/০
পাওয়ার প্লেতে ঝড় তুলতে পারেননি ভারতের দুই ওপেনার। তবে তাদের বিচ্ছিন্নও করতে পারেননি বাংলাদেশের বোলাররা।
ছয় ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪৯ রান তুলেছে ভারত। রোহিত শর্মা ২৬ ও শিখর ধাওয়ান ২২ রানে খেলছেন।
খুব বেশি রান খরচ করেননি বাংলাদেশের কোনো বোলার। দুই বছর পর খেলতে নেমে ভালো করছেন পাওয়ার প্লেতে দুটি ওভার করা আবু হায়দার।
ভারত দলে এক পরিবর্তন :
টানা দুই জয় পাওয়া ভারত একাদশে এনেছে একটি পরিবর্তন। জয়দেব উনাদকাটের জায়গায় দলে এসেছেন আরেক পেসার মোহাম্মদ সিরাজ।
ভারত দল: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সুরেশ রায়না, মনিশ পান্ডে, দিনেশ কার্তিক, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চেহেল, বিজয় শঙ্কর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ।
বাংলাদেশ দলে এক পরিবর্তন:
আগের দুই ম্যাচে একই একাদশ নিয়ে খেলা বাংলাদেশ এনেছে একটি পরিবর্তন। খরুচে বোলিং করা তাসকিন আহমেদ বাদ পড়েছেন। দলে ফিরেছেন আবু হায়দার। বাঁহাতি এই পেসার দুই বছর আগে সবশেষ দেশের হয়ে খেলেছিলেন।
বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু হায়দার, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ।
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ:
ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ। সিরিজে আগের চার ম্যাচেই টস জেতা অধিনায়ক প্রথমে বোলিং করেছেন। চার ম্যাচেই জিতেছে লক্ষ্য তাড়া করা দল।
আবু আজাদ/একুশে