দলে ফিরলেন, উজ্জীবিত হয়ে উঠলো বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে বোলিং উদ্বোধন করেছেন সাকিব আল হাসান। নিজের দ্বিতীয় ওভারে এসে উইকেটও তুলে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
সাকিবের ঘূর্ণি বল উপরে তুলে মেরে সাব্বির রহমানের ক্যাচ হয়ে ফিরেছেন দানুষ্কা গুনাথিলাকা (৪)। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ২১ রান।
মহাগুরুত্বপূর্ণ ম্যাচ, ফাইনালে উঠার লড়াই। এমন এক ম্যাচে টসে জিতেছে বাংলাদেশ। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা।
এই ম্যাচে বাংলাদেশ দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। মাহমুদউল্লাহ রিয়াদের বদলে তিনিই আজ টস করেছেন।
গুরুত্বপূর্ণ ম্যাচটিতে এই একটিই পরিবর্তন। চোট কাটিয়ে সাকিব আল হাসান একাদশে ফেরায় বাদ পড়েছেন বাঁহাতি পেসার আবু হায়দার রনি।
শ্রীলঙ্কা নেমেছে একাদশে দুই পরিবর্তন নিয়ে। দলে ঢুকেছেন ইসুরু আদানা আর আমিলা আপোনসো। তাদের জায়গা করে দিতে বাদ পড়েছেন দুষ্মন্ত চামিরা আর সুরাঙ্গা লাকমল।
আজকের ম্যাচটি দুই দলের অঘোষিত সেমিফাইনাল। যে দল জিতবে, সেই দল নিদাহাস ট্রফির ফাইনাল খেলবে ভারতের বিপক্ষে। আর হেরে যাওয়া দল বিদায় নেবে।