চট্টগ্রাম : চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা এম. শামসুল হক পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া-প্রতিযোগিতা বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরেআলম মিনা বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন দেশবরেণ্য শিল্পোদ্যাক্তা পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ্ব সুফী মো. মিজানুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের আদর্শ দেশপ্রেমিক ও সুনাগরিক হওয়ার আহ্বান জানান। বিদ্যালয়ের উন্নয়নকল্পে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অংশগ্রহনকারী শিক্ষার্থীদের প্রাণবন্ত প্যারেড ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা হয়ে উঠে উৎসবমুখর।
ক্রীড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্য্ েউপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মুহাম্মদ রেজাউল মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোঃ মশিউদ্দৌলা রেজা পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) এ কে এম এমরান ভুঁঞা, সহকারী পুলিশ সুপার (সদর) মফিজুর রহমান পলাশ, সহকারী পুলিশ সুপার (শিল্পাঞ্চল) মোহাম্মদ আবুল কালাম আজাদ ভুঁইয়াসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাগণ, অভিভাবকবৃন্দ ও স্কুলের সকল ছাত্রছাত্রীবৃন্দ।