সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

হাটহাজারীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

| প্রকাশিতঃ ১৬ জুলাই ২০১৬ | ৬:১০ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারী উপজেলার এগারো মাইলের মাথা এলাকা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে ওই এলাকার বনবিটের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

হাটহাজারী থানার এসআই শামসুন নাহার জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আনুমানিক ২৫ বছর বয়সী অজ্ঞাত যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।