সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

বর্তমানে শিশু ও মাতৃমৃত্যু হার কমেছে -মেয়র নাছির

| প্রকাশিতঃ ১৬ জুলাই ২০১৬ | ৮:১১ অপরাহ্ন

nasirচট্টগ্রাম: স্বাস্থ্যখাতে বর্তমান সরকারের নেয়া পদক্ষেপের কারনে শিশু ও মাতৃমৃত্যুর হার কমেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

শনিবার সকালে নগরীর চকবাজার ওয়ার্ডের কাতালগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন পরবর্তী এক সুধি সমাবেশে তিনি এ কথা বলেন।

আ জ ম নাছির বলেন, স্বাস্থ্য সেবা প্রাপ্তি মৌলিক অধিকারের অন্যতম। সরকার ও সিটি কর্পোরেশন নাগরিকদের শতভাগ স্বাস্থ্য সেবা তাদের দৌড় গোড়ায় পৌঁছে দেয়ার দায়িত্ব পালন করছে। মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। সরকারের সফলতার কারনে শিশু ও মাতৃমৃত্যু কমে গেছে।

জঙ্গিবাদের ভয়াবহতা সম্পর্কে সবাইকে সজাগ থাকার আহবান জানিয়ে মেয়র বলেন, পবিত্র ইসলাম জঙ্গি ও সন্ত্রাসবাদকে সমর্থন করেনা। দেশপ্রেমিক নর-নারী সকলকে জঙ্গিবাদের বিপক্ষে কঠোর অবস্থান নিতে হবে। দেশের শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে সবার উচিত ধর্মীয় অনুশাসন মেনে চলা।

সুধি সমাবেশের আগে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে জাতীয় এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। ১৬ নং চকবাজার ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টুর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মো. শফিউল আলম, স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি নাজমুল হক ডিউক, কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, স্বাস্থ্য মন্ত্রনালয়ের উপ সচিব মিসেস রোকেয়া বেগম, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান, চসিকের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী প্রমুখ।