শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১

এলএনজি’র প্রথম চালান নিয়ে মাতারবাড়িতে নোঙ্গর করেছে ‘এক্সিলেন্স’

প্রকাশিতঃ ২৪ এপ্রিল ২০১৮ | ৫:৩৬ অপরাহ্ন

চট্টগ্রাম : তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রথম চালান নিয়ে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে নোঙ্গর করেছে আমেরিকান কোম্পানির জাহাজ ‘এক্সিলেন্স’।

মঙ্গলবার (২৪ এপ্রিল) দুপুর ২টায় জাহাজটি মাতারবাড়িতে নোঙ্গর করেছে বলে নিশ্চিত করেছে জাহাজটি’র এদেশীয় শিপিং এজেন্ট সীকম শিপিং লাইন্স লিমিটেড।

প্রতিষ্ঠানটির পরিচালক জহুর আহমেদ বলেন, ‘এক্সিলেন্স’ মাতারবাড়ি উপকূল থেকে আনুমানিক তিন কিলোমিটার দূরে নোঙ্গর করেছে। বাংলাদেশের ইতিহাসে এত বড় জাহাজ আগে আসেনি। এটি সবচেয়ে বড় বিশেষায়িত জাহাজ। আমেরিকান কোম্পানির জাহাজটি মধ্যপ্রাচ্যের কাতার থেকে এলএনজি নিয়ে বাংলাদেশে এসেছে। এরপর এটি ব্যবহৃত হবে ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) হিসেবে।’

তিনি জানান, বিশেষায়িত এই জাহাজে করে আনা হয়েছে ১ লাখ ৩৬ হাজার ঘনমিটার তরল গ্যাস। জাহাজটি ২৭৭ মিটার লম্বা এবং ৪৪ মিটার প্রস্থ। এর ড্রাফট ১২ দশমিক ৫ মিটার।

এদিকে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড সূত্রে জানা যায়, ‘এক্সিলেন্স’ ‍জাহাজটিতে এলএনজিকে সমুদ্রের পানির উষ্ণতা ব্যবহার করে আবার প্রাকৃতিক গ্যাসে রূপান্তর করা হবে। এরপর পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রামসহ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

একুশে/এএ