
চট্টগ্রাম : নির্বাচনের বছরে দল নেতাদের পকেট ভারী করতে কোনও সন্ত্রাসী ও চাঁদাবাজদের দলে না ভেড়ানোর নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
শনিবার দুপুরে এসএস খালেদ সড়কের লেডিস ক্লাবে নগর আওয়ামী লীগ আয়োজিত ‘তৃণমূলের বর্ধিত সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
কাদের বলেছেন, ‘আমাদের বটবৃক্ষ মহিউদ্দিন চৌধুরী নেই। তাই সকলকে এখন টিম ওর্য়াক করে কাজ করতে হবে। একযোগে কাজ করতে হবে। এই গ্রুপ সেই গ্রুপ করা যাবে না। ঘরের ভেতর ঘর বানিয়ে মশারির ভেতর মশারি টাঙানো যাবে না। দল ভারী করার জন্য সন্ত্রাসী, চিহ্নিত মাদক ব্যবসায়ী, চিহ্নিত ধর্ম ব্যবসায়ী, সাম্প্রদায়িক অপশক্তি, চিহ্তি চাঁদাবাজদের দলে জায়গা দেবেন না।’
তিনি আরো বলেন, ‘যে কর্মীর কারণে এলাকায় আওয়ামী লীগের উপর সাধারণ মানুষ অসন্তুষ্ট হচ্ছে তাকে দলে জায়গা দেবেন না। দুর্নীতিবাজদের দলে জায়গা দেবেন না। তাদের বলবেন, বিএনপিতে যান। কারণ বিএনপি এখন একটি আত্মস্বীকৃত দ-প্রাপ্ত দুর্নীতিবাজদের দল। রাতের আঁধারে এক কলমের খোঁচায় গঠনতন্ত্রের ৭ ধারা বাদ দিয়ে তারা এখন উন্মাদের দলে পরিণত হয়েছে।’
সেতুমন্ত্রী আরো বলেন, ‘এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আমাদের উন্নয়নের ঘাটতি নেই, আচরণের ঘাটতি থাকলে সেটি আপনারা ঠিক করে নিন। দলে কোনো খারাপ লোকের জায়গা হবে না। এরকম খারাপ লোককে নিয়ে দলের জন্য আত্মঘাতি কোনো সিদ্ধান্ত নেবেন না। তাই হাতজোড় করে বলছি দলে সন্ত্রাসীদের জায়গা দিবেন না।’
বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। উপস্থিত আছেন কেন্দ্রিয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক মন্ত্রী ডা. আফসারুল আমিন, খোরশেদ আলম সুজন প্রমুখ।
এডি/একুশে