চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আনা একটি সিগারেটের চালান জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস হাউজ কর্তৃপক্ষ। কন্টেইনার ভর্তি চালানটি খোলার পর সেখান থেকে ১০ কোটি টাকা মূল্যের ৬৬ লাখ ৯৪ হাজার শলাকা সিগারেট পাওয়া যায়।
রোববার চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) কনটেইনার খুলে কায়িক পরীক্ষা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার ড. একেএম
তিনি জানান, কাস্টম হাউসে গোয়েন্দা শাখার কর্মকর্তারা সিঙ্গাপুর থেকে মিথ্যা ঘোষণায় সিগারেট নিয়ে আসা চালানটি গত ২৬ এপ্রিল জব্দ করে সিলগালা করে দেন। পরে ৪৯ ফুটের কনটেইনারটি এনসিটিতে সংশ্লিষ্টদের সামনে রোববার খোলা হয়। চালানের নতিতে ঢাকার ১৬১ মতিঝিলের রহমান ম্যানশনের মেসার্স এন ইসলাম এন্টারপ্রাইজ এবং ৯৯ যাত্রাবাড়ীর মেসার্স আনোয়ার অ্যান্ড কোম্পানি নামের দুইটি প্রতিষ্ঠান চালানটির আমদানিকারক হিসেবে উল্লেখ থাকলেও কাস্টমস কর্মকর্তারা সমরেজমিনে এসব প্রতিষ্ঠানের কোনো অস্তিত্বই খুঁজে পাননি। তারা মিথ্যা ঘোষণার মাধ্যমে বিদেশি সিগারেটের চালানটি আনছিল।