মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

বিএনপি নেতা নোমান আটক গাজীপুরে

| প্রকাশিতঃ ৬ মে ২০১৮ | ৬:৫৮ অপরাহ্ন

চট্টগ্রাম : বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানকে গাজীপুর থেকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের এক সংবাদ সম্মেলন শেষে টঙ্গী থানা পুলিশ তাকে আটক করেছে বলে একুশে পত্রিকাকে জানিয়েছেন তার ব্যক্তিগত সচিব (পিএস) নুরুল আজিম হীরু।

তিনি বলেন, ‘মেয়র প্রার্থী হাসান সরকারের বাসায় সংবাদ সম্মেলন শেষে বের হয়ে টঙ্গী পৌরসভার কাছে গেলে স্যারকে গাড়ি থেকে নামিয়ে পুলিশ তুলে নিয়ে যায়। তিনি এখন টঙ্গী থানায় আছেন।’

এদিকে সাবেক মন্ত্রী নোমানসহ মোট ১৩ নেতাকর্মীকে আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে পুলিশও।

এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানকে গাজীপুর সিটি নির্বাচনের প্রচারণা শেষে ঢাকা ফেরার পথে আটকের নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেতৃবৃন্দ। রোববার সন্ধ্যায় গণমাধ্যমে বিবৃতি দিয়ে তারা বলেছেন ‘বাংলাদেশকে গণতন্ত্রহীন করা জন্য বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে জেলে রেখে এখন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানকে গ্রেপ্তার করে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বর্তমান ফ্যাসিস্ট সরকার নীল নক্শা করছে। অতিবিলম্বে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের বিএনপির গ্রেপ্তারকৃত নেতৃবৃন্দকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করছি।’

বিবৃতিদাতারা হলেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এম এ হালিম, অধ্যাপক ইউনুচ চৌধুরী, চাকসু ভিপি মো. নাজিম উদ্দিন, ইসহাক কাদের চৌধুরী, আলহাজ্ব ছালাউদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক নুর মোহাম্মদ, আজম খান, জসিম সিকদার, এডভোকেট আবু তাহের, সেকান্দর চৌধুরী, আব্দুল আউয়াল চৌধুরী, মোঃ সেলিম চেয়ারম্যান, জসিম উদ্দিন চৌধুরী, ড্যাব নেতা ডা. খুরশিদ জামিল, জেলা যুবদলের সভাপতি কাজী মোঃ সালাহ উদ্দিন, জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ কামাল পাশা, সাধারণ সম্পাদক সৈয়দ মোঃ নাছির উদ্দিন, মুক্তিযোদ্ধা দলের সভাপতি কামাল উদ্দিন, যুবদলের সাধারণ সম্পাদক সোলায়মান মঞ্জু, জেলা জাসসের সভাপতি হাসান মুকুল, জেলা তাতী দলের সভাপতি আবু ছিদ্দিক, জেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক ফজল বারেক, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক অধ্যাপক আতিকুল ইসলাম লতিফী, জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তফা আলম মাসুম, জেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়িকা নার্গিস আক্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মুরসালীন, ছাত্রদলের সহ-সভাপতি মোঃ আজিজ উল্লাহ, যুগ্ম সম্পাদক কাজী মোঃ সেলিম, সাংগঠনিক সম্পাদক আনিস আখতার টিটু সহ চট্টগ্রাম উত্তর জেলার বিএনপির আওতাধীন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপির ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এডি/একুশে