শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চট্টগ্রাম চেম্বারের পরিচালক নির্বাচিত হয়েছেন তরফদার মো. রুহুল আমিন

| প্রকাশিতঃ ৭ মে ২০১৮ | ৮:৪৩ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (সিসিসিআই) টাউন গ্রুপে পরিচালক নির্বাচিত হয়েছেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন; তিনি সদ্যপ্রয়াত পরিচালক হাবিবুল হকের স্থলাভিষিক্ত হলেন।

সোমবার শতবর্ষী বাণিজ্য সংগঠনটির বোর্ড সভায় তাকে পরিচালক নির্বাচিত করা হয়েছে বলে জানান চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

তিনি বলেন, আমরা আশাকরি, তরফদার মো. রুহুল আমিনের মেধা, শ্রম ও আন্তরিকতায় দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে।

জানতে চাইলে তরফদার মো. রুহুল আমিন বলেন, অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রামে ব্যবসা-বাণিজ্যে গতিশীলতা আনতে এবং সরকারের উন্নয়নযজ্ঞে সক্রিয় ভূমিকা রাখতে সচেষ্ট থাকবো। একই সঙ্গে সারা দেশে অর্থনৈতিক অগ্রযাত্রাকে বেগবান রাখতে কাজ করবো।

এসআর/একুশে