
.নিউজ ডেস্ক : দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কারা কর্তৃপক্ষের দেওয়া খাবার দিয়েই ইফতার সেরেছেন। তার ইফতারে খেজুর, পেঁয়াজু, ছোলা-মুড়ি ও শরবতের পাশাপাশি কিছু ফল ছিল বলে একাধিক কারা কর্মকর্তা জানিয়েছেন।
জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা হওয়ার পর গত ৮ ফেব্রুয়ারি থেকে পুরনো ঢাকার নাজিমউদ্দিন রোড়ের কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের গৃহকর্মী ফাতেমা বেগমও তার সঙ্গে আছেন।
বিকালে নেত্রীর জন্য ইফতার নিয়ে জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের নেতৃত্বে কয়েকজন কারাগারের ফটকে গেলে তাদের ফিরিয়ে দেওয়া হয়। কারা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো ইফতার গ্রহণের সুযোগ না নেই বলে তাদের জানিয়ে দেন কারা কর্মকর্তারা।