মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

মনোনয়নের ঢের বাকি, এখনই এমপি লতিফকে নৌকায় বিজয়ী করার আহ্বান!

| প্রকাশিতঃ ২২ মে ২০১৮ | ৮:৫৬ অপরাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের এমপি এম আবদুল লতিফকে আসন্ন সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে তৃতীয়বার বিজয়ী করার আহ্বান জানানো হয়েছে। এমপি লতিফের সংসদ সদস্য প্যাডে জনৈক মোহাম্মদ ইকবালের গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে স্থানীয় নেতৃবৃন্দের বরাতে এই আহ্বানের কথা জানানো হয়।

মঙ্গলবার দুপুরে পতেঙ্গার মাইজপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে এমপি আবদুল লতিফের পক্ষে টিন, চাল ও কাপড় বিতরণের কথা উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এম. এ. লতিফ এমপি বর্তমানে রাষ্ট্রীয় কাজে ঢাকায় অবস্থান করায় স্থানীয় আওয়াী লীগ নেতৃবৃন্দের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা ও ত্রাণসামগ্রী বিতরণের উদ্যোগ নেন।

ত্রাণবিতরণকালে উপস্থিত নেতৃবৃন্দ নতুন প্রজন্মের উদ্দেশ্যে এম.এ. লতিফ এমপি’র মত রাজনীতি করার ও জনসেবার মাধ্যমে বর্তমান শেখ হাসিনার সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করার আহবান জানান এবং আগামী নির্বাচনে এম. এ. লতিফ এমপিকে ৩য় বারের মত নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান ও দৃঢ় প্রত্যয়ের কথা জানান বলে উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ছালেহ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল আলম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল গফুর, সহ-সভাপতি জানে আলম কন্ট্রাক্টর, পতেঙ্গা থানা যুগ্ম আহবায়ক মোহাম্মদ ইসলাম, উত্তর পতেঙ্গা ৪০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী, নুর মোহাম্মদ, যুগ্ম সম্পাদক মোঃ সামসুদ্দিন, সাংঠনিক সম্পাদক আলী আকবর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, প্রচার সম্পাদক মোঃ ইদ্রিস, যুবলীগ সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সালাহউদ্দিন, যুগ্ম সম্পাদক মাহবুব আলম, নির্বাহী সদস্য মোজাহের আলম, ৪১ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মোঃ মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন রাজু, স্বেচ্ছাসেবক লীগ নেতা লোকমান হাবীব, যুবলীগ নেতা আবু তাহের প্রমুখ উপস্থিত ছিলেন বলে জানানো হয়।

প্রসঙ্গত, স্থানীয় ও জাতীয়ভাবে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে টানা তৃতীয়বারের মতো রাষ্ট্রক্ষমতায় আসীন করার আহ্বান এবং এ লক্ষে দৃঢ় প্রত্যয় ঘোষণা করে আসছেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নৌকা প্রতীকে ভোট চেয়ে আওয়ামী লীগকে রাষ্ট্রক্ষমতায় আনার আহ্বান জানান সাম্প্রতিক বিভিন্ন জনসভায়।

কিন্তু প্রধানমন্ত্রী, যিনি মনোনয়ন দেয়া-নেয়ার মালিক তিনি এবং কোনো এমপি-মন্ত্রী এ পর্যন্ত দেশের কোথাও ব্যক্তির পক্ষে ভোট চাওয়ার নজির নেই। এমপি বা মনোয়ন-প্রত্যাশীদের পক্ষে বড়জোর মনোনয়ন দিয়ে উন্নয়নের ধারা বজায় রাখতে আওয়ামী লীগ সভানেত্রীর কাছে আহ্বান জানানোর কথা শোনা গেছে।

রাজনীতি সচেতনদের মতে, মনোনয়ন পাওয়ার আগে, এমপি বা মনোয়ন-প্রত্যাশী কেউ তার পক্ষে নৌকা প্রতীকে ভোট চাইতে পারেন না। চাওয়াটাই অনৈতিক। এমপি লতিফ সেই অনৈতিক কাজটাই করলেন। স্থানীয় নেতৃবৃন্দের বরাতে ত্রাণবিতরণের নামে একেবারে নিজের জন্য নৌকা প্রতীকে ভোট চাইলেন, তৃতীয়বার এমপি করার আহ্বান জানালেন।

প্রশ্ন উঠেছে নৌকা প্রতীক এমপি লতিফকে কে দিয়েছেন? তিনি কি তাহলে মনোনয়ন পেয়ে গেছেন? কিংবা আওয়ামী লীগ সভানেত্রী কি তার মনোনয়ন নিশ্চিত করেছেন?

একুশে/প্রেসবিজ্ঞপ্তি/এটি