মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

মহিউদ্দিন বিহীন নগর আওয়ামী লীগের ইফতার মাহফিল

| প্রকাশিতঃ ২৬ মে ২০১৮ | ৭:৫৬ অপরাহ্ন

চট্টগ্রাম : দীর্ঘ সময় ধরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালনকারী মরহুম এ বি এম মহিউদ্দিন চৌধুরী আওয়ামী লীগের ইফতার মাহফিল আয়োজনে মূখ্য ভূমিকা রেখে আসলেও এবারই প্রথম মহিউদ্দীন চৌধুরী বিহীন ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। তৃণমূল থেকে শুরু করে নগর থানা ও ওয়ার্ডরে কয়েক হাজার নেতাকর্মী ইফতার মাহফিলে উপস্থিত থাকলেও ছিলেন শুধু চট্টলবীর মরহুম মহিউদ্দিন।

তবে উপস্থিত ছিলেন মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী নগর মহিলা লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন ও পুত্র আওয়ামী লীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

নগরের কাজীর দেউড়িস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত নগর আওয়ামী লীগের ইফতার মাহফিলে এই প্রথম উপস্থিত ছিলেন না মহিউদ্দিন চৌধুরী। তাঁর শূণ্যতা অনুভূব করেছেন নেতাকর্মী থেকে শুরু করে অনেকে। মোনাজাতে মাওলানা যখন প্রয়াত নেতাদের নামে দোয়া করার সময় মহিউদ্দিন চৌধুরীর নাম উচ্চারণ করেন তখন সকলেই তাঁর শূণ্যতা অনুভূব করেন।

আর এবারের ইফতার আয়োজনের মূখ্য ভূমিকায় থাকা মেয়র ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বিকেল ৫ টার পর থেকে পুলিশ প্রশাসন শিক্ষাবিদসহ আমন্ত্রিত অতিথিদের সাদরে গ্রহণ করার পাশাপাশি প্রত্যেক টেবিলে টেবিলে গিয়ে কুশল বিনিময় করেন।

নগর আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, মেয়র ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ইফতেখারুজ্জামান চৌধুরী, নগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদুল আলম সুজন, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, বেলায়েত হোসেন, সুনীল সরকার, সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, যুগ্ম সম্পাদক রেজাউল করিম চৌধুরীসহ নগর আওয়ামী লীগের কার্য নির্বাহি সংসদের অধিকাংশ নেতা।

তবে নগরের দুই সাংসদ নগর আওয়ামী লীগের সহ সভাপতি ডা. আফসারুল আমীন ও নগর আওয়ামী লীগের সদস্য এম এ লতিফ এমপি উপস্থিত ছিলেন না ইফতার মাহফিলে। এমনকি উপস্থিত ছিলেন না প্রবাসী কল্যাণমন্ত্রী ও নগর আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল ইসলাম বিএসসি।

উল্লেখ্য, গত বছর ১৫ ডিসেম্বর রাতে নগরের একটি হাসপাতালে মারা যান এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

একুশে/এডি