মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

নগর বিএনপির ইফতারে হট্টগোল, ভাঙচুর

| প্রকাশিতঃ ৩০ মে ২০১৮ | ৬:২৯ অপরাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর বিএনপির ইফতার ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে হট্টগোল ও ভাঙচুর হয়েছে।

আয়োজিত মেজবানের জন্য সাজিয়ে রাখা টেবিলের খাবার ফেলে দেওয়ার পাশাপাশি চেয়ার ভাঙচুরের ঘটনাও ঘটেছে। হয়েছে নেতাকর্মীদের মাঝে হাতাহাতিও।

বুধবার ৬টার পরপরেই নগরের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘ইফতারের প্যাকেট নিয়ে দুগ্রপের মধ্যে মারামারি হয়েছে। তা পরে নেতাদের হস্তক্ষেপে ঠিক হয়ে গেছে। আমরা বাইরে সর্তক অবস্থায় আছি। ’

অায়োজক কমিটি সূত্রে জানা যায়, ইফতার মাহফিলে অাগত বিএনপিকর্মীদের জন্য কনভেনশন সেন্টারের নিচে বসার ব্যবস্থা করা হয়েছে। দ্বিতীয় তলায় সাংবাদিক ও সিনিয়র নেতাদের জন্য বসার জায়গা করা হয়েছে। নিচে কয়েকজন কর্মীরা চেয়ারে বসা নিয়ে একে অপরের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে দু’পক্ষের লোকজন জড়ো হয়ে মারামারিতে লিপ্ত হন। এতে কয়েকজনকে অাহত হয়।

নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন একুশে পত্রিকাকে বলেন, ‘আমাদের সুশৃঙ্খল, সুন্দর আয়োজনে যারা এ ঘটনা ঘটিয়েছে তারা বহিরাগত বস্তির ছেলে-পুলে। কার আগে কে বসবে এ নিয়ে গণ্ডগোলের সূত্রপাত। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

একুশেে/এডি