মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

গিকা চৌধুরীকে গ্রেফতারের দাবি আ.লীগের

| প্রকাশিতঃ ৩১ মে ২০১৮ | ৫:৩৬ অপরাহ্ন

চট্টগ্রাম : ফটিকছড়ি বিএনপির ইফতার পার্টিতে প্রধানমন্ত্রীকে হুমকি ও উসকানিমূলক বক্তব্য দেয়ায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে উত্তর জেলা আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (৩১ মে) বিকেলে গণমাধ্যমে পাঠানো উত্তর জেলা আওয়ামী লীগের এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ এ দাবি জানান।

উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক এম এ সালাম এবং কার্যকরী কমিটির সকল নেতৃবৃন্দ বিবৃতিতে স্বাক্ষর করেছেন।

এরআগে চট্টগ্রামের একটি আদালতে গিকার বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের পর গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল ফটিকছড়ি থানায় দায়ের করা মামলায়ও তাকে আসামি করা হয়। এছাড়া আরো তিনটি মামলা দায়ের হয়েছে আদালতে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী ফকা চৌধুরীর পরিবার স্বাধীনতার পর থেকে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে নিরবিচ্ছিন্নভাবে ষড়যন্ত্র করে আসছে। যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাকা চৌধুরী আমৃত্যু দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিল। চট্টগ্রামের অসংখ্য আওয়ামী লীগ নেতা-কর্মী হত্যাকাণ্ডের হোতা এ পরিবারের সদস্যরা সুযোগ পেলেই রাস্ট্র ও আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে ওঠে। অতি সম্প্রতি ফটিকছড়িতে প্রধানমন্ত্রীকে হত্যার ইঙ্গিত করে গিয়াস কাদেরের হুমকি জাতীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ বলে আমরা মনে করি।’

দ্রুত গিকা চৌধুরীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও গভীর ষড়যন্ত্রের রহস্য উম্মোচনের জোর দাবি জানিয়েছেন উত্তর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।