মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

একই সুরে কথা বললেন নাছির-নওফেল

| প্রকাশিতঃ ১ জুন ২০১৮ | ৯:৪১ অপরাহ্ন

চট্টগ্রাম : একই মঞ্চে একই সুরে কথা বললেন নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। দুই নেতাই আগামী নির্বাচনকে সামনে রেখে দল শক্তিশালী ও সংগঠিতকরণ, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং স্বাধীনতাবিরোধী, ধর্মকে কাজে লাগিয়ে স্বার্থ আদায়কারী সাম্প্রদায়িক শক্তির সকল ষড়যন্ত্র রুখে দিতে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার ডাক দিয়েছেন।

শুক্রবার (১ জুন) খাতুনগঞ্জ অ্যাপোলো চত্বরে কাউন্সিলর নুরুল হক হাজীর ব্যবস্থাপনায় এলাকার গরীব-দুঃখী মানুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নির্ধারিত সময় বিকাল ৩ টার দিকে অনুষ্ঠানে নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন উপস্থিত হন। তিনি উপস্থিত হওয়ার সাথে সাথে আয়োজক পক্ষ অনুষ্ঠান শুরু করেন। এসময় মঞ্চে উপস্থিত অনুষ্ঠানের সভাপতি কাউন্সিলর হাজী নুরুল হক আনুষ্ঠানিক বক্তব্য দিয়ে সিটি মেয়রকে বক্তব্য প্রদানের জন্য নাম ঘোষণা করেন।

বক্তব্যে নগর সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, এবারের নির্বাচনে আমাদেরকে সর্বশক্তি প্রয়োগ করে বিজয়ের লক্ষ্যে পথে নামতে হবে। বিজয় ছাড়া আমাদের বিকল্প কিছু নেই। এর কারণ বলতে গিয়ে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলার ১৬ কোটি মানুষের গণদাবী যুদ্ধাপরাধীদের একে একে ফাঁসির দড়িতে ঝুলিয়ে বিচার নিশ্চিত করে চলেছেন। জাতির জনকের আত্মস্বীকৃত খুনিদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচার নিশ্চিত করছেন। তিনি আরো বলেন, বিএনপি সবসময় ভারতবিরোধী বক্তব্য দিয়ে দেশের সহজ-সরল ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করে, কখনো বা পবিত্র ইসলাম ধর্মকে স্বীয় স্বার্থ আদায়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করে ক্ষমতায় আসার অপচেষ্টা চালিয়েছে। দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতাবিরোধী ও সাম্প্রদায়িক এই অপশক্তি যে কোনো মূল্যে আওয়ামী লীগকে ঠেকানোর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে এই চ্যালেঞ্জ গ্রহণ করে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।

নগর সম্পাদকের বক্তব্য শেষ হওয়ার মিনিট দশেক পর আনুমানিক বিকাল পৌনে ৪ টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক (ঢাকা) ব্যারিস্টার মহীবুল হাসান চৌধুরী অনুষ্ঠান মঞ্চে হাজির হন। এসময় তিনি বক্তব্যে বলেন, বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়ার দুর্নীতির কথা এখন জনগণের মুখে মুখে। তার আমলে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। পিতা-মাতা হারানো এতিমের টাকা পর্যন্ত তিনি আত্মসাৎ করেছেন। আইনিপ্রক্রিয়ায় তার দুর্নীতি প্রমাণিত হয়েছে। তার কুপুত্র তারেক জিয়া বিদেশে বসে দেশবিরোধী ষড়যন্ত্র চালাচ্ছেন। নানা কূট-কৌশল করছেন। বিএনপি নামক এই দলটি কখনো দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব চায়নি। জনগণের দুঃখ-দুর্দশা লাঘবের চিন্তা করেনি। ক্ষমতায় থাকাকালীন তারা শুধু নিজের আখের গোছানোতেই ব্যস্ত ছিল। যে কোনো উপায়ে ক্ষমতায় আসার রাজনীতিই তাদের মূলমন্ত্র। আমাদেরকে দেশবিরোধী, এই সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগে মাঠে থাকতে হবে।

অনুষ্ঠানে এলাকার প্রায় ৫ হাজার গরীব-দুঃখী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণের কথা জানান কাউন্সিলর নুরুল হক হাজীর ছেলে মো. জাহাঙ্গীর আলম।

একুশে/এডি/এটি