ঢাকা: জঙ্গি, মাদক ও মাদকাসক্তদের বিএনপি পৃষ্ঠপোষকতা দিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ।
সোমবার জাতীয় শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি জামায়াতের ষড়যন্ত্র ও মিথ্যাচার’ শীর্ষক আলোচনা সভায় হাছান মাহমুদ এ অভিযোগ করেন।
তিনি বলেন, সরকার যখন জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল, তখন জঙ্গিদের পাশে দাঁড়িয়েছিল বিএনপি। আজ যখন মাদকের বিরুদ্ধে অভিযান চলছে, এখনো বিএনপি মাদকাসক্তদের পাশে দাঁড়িয়েছে।
হাছান মাহমুদ বলেন, টেকনাফ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও পৌর ওয়ার্ড কাউন্সিলর একরামুল হকের বন্দুকযুদ্ধে মৃত্যুর প্রসঙ্গে রিজভীর বক্তব্য ‘মায়ের চেয়ে মাসির দরদ বেশির’ মতো। তিনি বলেন, যারা মানুষের গায়ে পেট্রল ঢেলে দিয়ে মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করে উল্লসিত হয়, তাদের মুখে মানবাধিকারের কথা মানায় না।
সাবেক মন্ত্রী হাছান মাহমুদ বলেন, রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে স্বাধীনতা ও বঙ্গবন্ধুর বিরোধিতাকারীরা বঙ্গবন্ধুকে হত্যার পথ বেঁচে নিয়েছিল। আজকেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি এবং অন্যান্যরা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যেভাবে ষড়যন্ত্র করা হয়েছিল, একইভাবে তারা বিভিন্ন ষড়যন্ত্র করছে। গিয়াসউদ্দীন কাদের চৌধুরীর বক্তব্যের মাধ্যমে সেই ষড়যন্ত্রেরই বহিঃপ্রকাশ ঘটেছে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম আহ্বায়ক মোবারক আলীর সভাপতিত্বে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, কেন্দ্রীয় কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা শাহ আলম, স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।