মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

আমন্ত্রণের ভিত্তিতে ভারতে গিয়েছি, বিএনপির মতো যাইনি : কাদের

| প্রকাশিতঃ ১২ জুলাই ২০১৮ | ৩:২৯ অপরাহ্ন

চট্টগ্রাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন নিয়ে ভারতীয় কারো সঙ্গেই আমার কথা হয়নি। কথা হয়েছে রোহিঙ্গা সমস্যা নিয়ে। এছাড়া তিস্তার পানি নিয়েও আলোচনা হয়েছে। কিন্তু সেখানে আমাদের নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি। কোনো রাজনীতি নিয়ে আলোচনা করতে ভারতে যাইনি।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের পটিয়ায় বাইপাস সড়কের কাজ পরিদর্শন করতে গিয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ভারতে গিয়ে আমরা আমাদের নিজেদের আগ্রহের বিষয় নিয়ে কথা বলেছি, আমরা নরেন্দ্র মোদীর সঙ্গেও কথা বলেছি। এছাড়া ভারতের অনেক গুণী ব্যক্তি, মন্ত্রীদের সঙ্গে দেখা হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি দাওয়াতে যায়নি, নিজেরা নিজেরা গেছে। এটা যেচে যাওয়া। আমরা ওইভাবে যাইনি। আমরা আমন্ত্রণের ভিত্তিতে ওখানে গিয়েছি। বিএনপির মতো যাইনি।