চট্টগ্রাম : মুক্তিযুদ্ধের পর থেকে বিধ্বস্ত গ্রাম গঠনে সাবেক চেয়ারম্যান মাহাবুব আলম চৌধুরীর ভুমিকা ছিল অবিস্মরণীয়। ‘৭৫-এর পটপরিবর্তনের পর রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগকে যে কয়জন ব্যক্তি তৃণমূলে সংগঠিত করে পাহারা দিয়েছেন তাদের অন্যতম ছিলেন তিনি। তিনি রাজনীতি করতে গিয়ে লোভলালসার উর্দ্ধে ছিলেন। শুধু পদুয়ার মানুষের শিক্ষা ও রাস্তাঘাটের উন্নয়নের কথা চিন্তা করতেন। তিনি এলাকায় আওয়ামী লীগের রাজনীতি করলেও সব দলের মানুষের প্রিয় ব্যক্তি ছিলেন।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি শুক্রবার (০৩ আগস্ট) বিকেলে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলম চৌধুরীর নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, মাহবুব আলম চৌধুরীর মৃত্যুতে পদুয়া ইউনিয়নবাসীর মাথার ছায়া সরে গেছে। তিনি ছিলেন এলাকার মানুষের ছায়া, ভরসাস্থল। তাঁর মৃত্যুতে কেবল পদুয়ার মানুষই অভিভাবকহারা হয়নি, আমি নিজেও খুঁটি হারিয়েছি।
স্থানীয় চেয়ারম্যান ও পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম কবির তালুকদারের সভাপতিত্বে শোকসভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও উত্তর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, দক্ষিণ জেলা আ.লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আ.লীগ নেতা স্বজন কুমার তালুকদার, রাঙ্গুনিয়া উপজেলা আ.লীগ সভাপতি খলিলুর রহমান চৌধুরী, রাঙ্গুনিয়ার পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, উত্তর জেলা আ.লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক, প্রয়াত মাহবুব আলম চৌধুরীর সন্তান বেদারুল আলম চৌধুরী বেদার, মহিউদ্দিন আহমেদ চৌধুরী বাবুল, উত্তর জেলা আ.লীগ সদস্য, শিলক ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম তালুকদার, উত্তরজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, রাঙ্গুনিয়া উপজেলা আ.লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক সাদেকুন নূর সিকদার, বর্তমান সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার শামশুল আলম তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আবু জাফর, কেন্দ্রীয় যুবলীগ সদস্য, সরফভাটা ইউনিয়ন চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, পদুয়ার প্রাক্তন চেয়ারম্যান নাসির উদ্দিন সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রেহেনা আখতার বেগম, উপজেলা আওয়ামী লীগ নেতা ডা. মোহাম্মদ সেলিম, জাহাঙ্গীর আলম তালুকদার বাদশা, জসিম উদ্দিন তালুকদার প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেন, “জীবনকে স্বার্থক ও মহিমান্বিত করতে হলে মানুষের কল্যাণে কাজ করতে হবে। মাহাবুবুল আলম চৌধুরী মানবকল্যাণে কাজ করে জীবনকে মহিমান্বিত করেছেন।
দক্ষিণ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, মাহবুব আলম চৌধুরীরা তৃণমূল আওয়ামী রাজনীতির অহঙ্কার, অলঙ্কার। তাঁদের মৃত্যু নেই। কর্মচিন্তার মাধ্যমে তারা বারে বারে আমাদের মাঝে ফিরে আসবেন। জাগরুক থাকবেন।
একুশে/এটি