মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

‘শেষ বারের মতো রংপুরের জনগণের সেবা করে মরতে চাই’- এরশাদ

| প্রকাশিতঃ ২২ অগাস্ট ২০১৮ | ৬:৩৮ অপরাহ্ন

রংপুর: প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ আগামী নির্বাচনে তাকে শেষ বারের মতো ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ‘এটাই আমার জীবনের শেষ নির্বাচন, তাই শেষ বারের মতো রংপুরের জনগণের সেবা করে মরতে চাই।’

বুধবার রংপুর কালেক্টরেট ঈদ গাহ মাঠে ঈদুল আজহার নামাজ আদায় করার আগে সমবেত মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি । এরশাদ আগামী নির্বাচনে রংপুর সদর ৩ আসন থেকে অংশ নেবেন।

তিনি আরও বলেন, ‘রংপুরের মানুষের ঋণ আমি কোনও দিন শোধ করতে পারবো না। তারা আমাকে ৫টি আসনে দুবার এবং বার বার রংপুর সদর আসনে বিপুল ভোটে জয়ী করেছেন। জীবনের শেষ প্রান্তে এসে আর একবার জনগণের সেবা করার সুযোগ চাই।’

রংপুর সিটি মেয়র ও মহানগর জাপার সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, বিভাগীয় কমিশনার কাজী হাসান আহাম্মেদ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতারাসহ হাজার হাজার মানুষ ঈদের নামাজে অংশ নেন। নামাজ আদায় শেষে এরশাদ নগরীর পল্লী নিবাস বাসভবনে দলের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

ঈদ গাহ মাঠে রংপুরের ৬টি আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপির সম্ভাব্য প্রার্থীরা ঈদের জামাত আদায় ও দোয়া করেন এবং মুসল্লিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

একুশে/এসএইচ/এটি