চট্টগ্রাম: জনগণের আস্থা হারিয়ে আওয়ামী লীগ নতুন করে ক্ষমতায় আসার ফন্দিফিকির করছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রিয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সাকিলা ফারজানা।
শুক্রবার চট্টগ্রামের হাটহাজারীর চিকনদন্ডী বিএনপি, যুবদল ,ছাত্রদল ও সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার সাকিলা বলেন, বর্তমান অনির্বাচিত সরকার জনগণের আস্থা হারিয়ে আবারো বিনাভোটে ক্ষমতায় থাকার জন্য নানা রকম ফন্দিফিকির করছে। আবারো বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও মামলা দিয়ে জুলুম নির্যাতন চালাচ্ছে।
‘সারাদেশে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও গণতন্ত্র পূনঃউদ্ধারের দাবিতে চলমান আন্দোলনকে দমন করার উদ্দেশ্যেই বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর জুলুম চালানো হচ্ছে এবং গ্রেফতার করা হচ্ছে। কিন্তু এসব নিপীড়ন করে সরকার যেমন জনগণের রোষ থেকে রেহাই পাবে না তেমনি দেশনেত্রীর মুক্তি আন্দোলনকেও বাধাগ্রস্ত করতে পারবে না।’
চিকনদন্ডী বিএনপি সভাপতি এস এম মহসিন, সাধারণ সম্পাদক কাওনাইন চৌধুরী টিপু, জেলা যুবদল নেতা এস এম ইকবাল, যুবদল সভাপতি সেলিম উদ্দিন মোঃ টিপু প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।