মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

ইন্দোনেশিয়ায় সুনামিতে নিহত ৫০

| প্রকাশিতঃ ২৯ সেপ্টেম্বর ২০১৮ | ১২:৪৩ অপরাহ্ন

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর সৃষ্ট সুনামির আঘঅতে কমপক্ষে ৫০ নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু স্থাপনা।

২০১৮ সালের ৫ আগস্ট দেশটির লম্বক দ্বীপে শক্তিশালী এক ভূমিকম্পে ৪৬০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে।

শুক্রবার দেশটির পালু শহরে বিকাল ৫টার দিকে সুলাবেসি দ্বীপে সাত দশমিক পাঁচ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। দ্বিতীয় কম্পনের পর সুনামি শুরু হয়। খবর :বিবিসি’র

দেশটির আবহাওয়া এবং ভূ-পদার্থবিজ্ঞান সংস্থার প্রধান ডুইকোরিতা কার্নাওয়াতি গণমাধ্যমকে জানান, ভূমিকম্প এবং পরবর্তী সুনামির আঘাতে সুলাওয়েসি দ্বীপের মধ্যাঞ্চলের সঙ্গে যাবতীয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অন্ধকারের কারণে তল্লাশি ও উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

২০০৪ সালের প্রলয়ঙ্করী ভূমিকম্পের জেরে সুনামি ইন্দোনেশিয়াতে মৃতের সংখ্যা ছিল এক লাখ ২০ হাজারেরও ওপরে।

এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লোকজন চিৎকার করছেন। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু স্থাপনা।

ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়ার অবস্থান প্রথম সারিতেই। দেশটিতে মাঝেমধ্যেই ভূমিকম্প আঘাত হানে।