মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও সুনামিতে মৃতের সংখ্যা বেড়ে ৮৩২

| প্রকাশিতঃ ৩০ সেপ্টেম্বর ২০১৮ | ২:২১ অপরাহ্ন

ইন্দোনেশিয়া: ইন্দোনেশিয়ায় পালু শহরে ভূমিকম্প ও সুনামির আঘাতে এখন পর্যন্ত ৮৩২ জনের মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করা গেছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।

রোববার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, সংস্থার মুখপাত্র সুতোপো পুরও নুগ্রহ সংবাদ সম্মেলনে মৃতের এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে দেশটির সুলাওয়েসি দ্বীপের পালু শহরে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি হয়। সুনামিতে সৃষ্ট প্রায় ২০ ফুট উঁচু ঢেউ পালু শহরকে ভাসিয়ে দেয়।

ভূমিকম্প ও সুনামির ফলে হাজারো ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বিদ্যুৎব্যবস্থা বিপর্যয়ের মুখে। ভূমিধসে শহরের প্রধান সড়ক বন্ধ হয়ে গেছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।

ধ্বংসস্তূপের ভেতর অনেকে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরিয়ে জীবিত মানুষদের সন্ধান করছেন। খোলা আকাশের নিচে লোকজন অবস্থান নিয়েছে।