মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

শান্তিতে নোবেল পেতে পারেন ট্রাম্প

| প্রকাশিতঃ ৫ অক্টোবর ২০১৮ | ১২:০৮ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক : শান্তিতে নোবেল পদক নিয়ে প্রায় প্রতিবছরই বিতর্ক থাকে। চলতি বছর ৩১১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শান্তিতে নোবেল পদকের জন্য বাছাই করা হয়েছে। অন্যবারের তুলনায় এই সংখ্যাটা প্রায় রেকর্ডই বলা যায়।

এবারের পদক বিজয়ীর সম্ভাব্যদের তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এগিয়ে রেখেছেন জুয়াড়িরা। শুধু তাই নয় ডোনাল্ড ট্রাম্প এবার শান্তিতে নোবেল পদক পেতে পারেন বলে জুয়াড়িরা বাজিও ধরে ফেলেছে্।

আর মাত্র কয়েক ঘন্টা। শুক্রবার স্থানীয় সময় বেলা ১১টায় অসলোতে ঘোষণা করা হবে শান্তিতে নোবেল বিজয়ীর নাম। সব জল্পনা-কল্পনার অবসান ঘটাতে অপেক্ষায় থাকতে হবে এই সময়টুকু।

এদিকে অনলাইন জুয়ার মাধ্যম বেটসনে ৭-১ পয়েন্টে এগিয়ে আছেন ট্রাম্প। এতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিংবা ফরাসি প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাক্রনের চেয়ে ট্রাম্পের পদক পাওয়অর সম্ভাবনা ১০ গুন বেশি বলে জানানো হয়েছে। তালিকায় উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের নামও বাদ যায়নি। তবে কিমের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকায় তর সম্ভাবনা কম বলে দেখানো হচ্ছে।

কঠোর গোপনীয়তার মাধ্যমে এই তালিকা সংরক্ষণ করায় নির্ধারিত সময়ের আগেই তাই পদক বিজয়ীর নাম জানার কোনো সম্ভাবনাই থাকছে না।

বিশেষজ্ঞদের ধারণা যৌন সহিংসতাবিরোধী প্রচারণা মি টু অথবা গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে কাজ করা কর্মীরা এবার নোবেল পেতে পারেন।

একুশে/এসসি