একুশে ডেস্ক : বিশ্বের দীর্ঘতম বিরতিহীন বাণিজ্যিক ফ্লাইট সিঙ্গাপুর এয়ারলাইন্স এসকিউ নিউ ইয়র্কে অবতরণ করেছে।
শুক্রবার (১২ অক্টোবর) বিমানটি ১৮ ঘণ্টায় ১৫ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে সিঙ্গাপুর থেকে নিউ ইয়র্কে পৌঁছায়। এই ফ্লাইটে ১৫০ জন যাত্রী এবং ১৭ জন ক্রু ছিলেন। লম্বা যাত্রা করতে গিয়ে যেন যাত্রীরা বিরক্তি বা ভোগান্তির শিকার না হন, সেই দিক বিবেচনা করেও ব্যবস্থা নিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। খবর-বিবিসির
এর আগে গত মাসে সিঙ্গাপুর এয়ারলাইন্স জানিয়েছে, তারা বিশ্বের দীর্ঘতম প্রথম বাণিজ্যিক ফ্লাইট শুরু করতে যাচ্ছে আগামী ১১ অক্টোবর।
১১ অক্টোবর, বৃহস্পতিবার রাত ১১টা ৩৫ মিনিটে নিউ ইয়র্কের উদ্দেশে রওনা হয়েছিল বিমানটি।
বিশ্বে বর্তমানে সবচেয়ে দীর্ঘ ফ্লাইট চলে আসছিল নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে কাতারের দোহা পর্যন্ত। সাড়ে ১৭ ঘণ্টার এ ফ্লাইট পরিচালনা করে কাতার এয়ারওয়েজ। এর পরেই দীর্ঘতম ফ্লাইট হচ্ছে অস্ট্রেলিয়ার পার্থ থেকে লন্ডন পর্যন্ত। ১৭ ঘণ্টার এ ফ্লাইট পরিচালনা করে অস্ট্রেলিয়ার কোয়ান্টাস এয়ারলাইন্স।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়, সিঙ্গাপুর এয়ারলাইন্স নতুন কিছু এয়ারবাস ক্রয় করেছে; যার মধ্যে থেকে একটি এয়ারবাস দিয়ে সিঙ্গাপুর থেকে নিউজার্সির নিউ ইয়র্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আগামী ১১ অক্টোবর প্রথম বাণিজ্যিক ফ্লাইটটি পরিচালনা করা হবে।
একুশে/ডেস্ক/এসএইচ