মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার মুনা, থাইল্যান্ডে নাজমুল কাউনাইন

| প্রকাশিতঃ ২২ অক্টোবর ২০১৮ | ৮:৪৪ অপরাহ্ন

যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার সাইদা তাসনিম মুনা ও থাইল্যান্ডের রাষ্ট্রদূত নাজমুল কাইনাইন।

দক্ষিণ কোরিয়া প্রতিনিধি : যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল কাউনাইনকে থাইল্যান্ডে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এর আগে থাইল্যান্ডের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিমকে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার নিয়োগ দেয় সরকার।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের এক বিজ্ঞপ্তিতে দুটি নিয়োগের কথা জানানো জানানো হয়।

পেশাদার কূটনীতিক নাজমুল কাউনাইন বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা। তিনি এর আগে ইন্দোনেশিয়া ও সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া কূটনীতিক হিসেবে তিনি ওয়াশিংটন, জেনেভা, ইসলামাবাদ ও লন্ডনে বাংলাদেশ মিশনের বিভিন্ন পদে কাজ করেছেন। উল্লেখ্য, নাজমুল কাউনাইন ঢাকা মেডিকেল কলেজ থেকে চিকিৎসাবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি জেনেভার গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ থেকে কূটনীতি ও আন্তর্জাতিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের পিতা।

বিসিএস পররাষ্ট্র ক্যাডারের (১৯৯৩) কর্মকর্তা কূটনীতিক জীবনে সাইদা তাসনীম মুনা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে এবং লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ইতিপূর্বে কর্মরত ছিলেন। তিনি জাতিসংঘ ও বহিরাগত প্রচার বিভাগের মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন।

সাইদা তাসনিম বিএসসি (প্রকৌশল) ডিগ্রি নেন ১৯৮৮ সালে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে। লন্ডন ইউনিভার্সিটি অফ স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ থেকে জনসাধারণের নীতি ও ব্যবস্থাপনার উপর উচ্চতর ডিগ্রী নেন মুনা। তিনি ব্যক্তিজীবনে বিবাহিত এবং তিন পুত্র সন্তানের জননী।

একুশে/ওএফএইচ/এটি