চট্টগ্রাম : সরকার ক্রমেই একঘরে হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি এবং জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা আ.স.ম আবদুর রব। তিনি বলেন, নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। তাই পুলিশ প্রশাসনও নিউট্রল হয়ে গেছে।
শনিবার (২৭ অক্টোবর) চট্টগ্রামে জাতীয় ঐক্যফ্রন্টের বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লালদীঘিতে সমাবেশ করতে না দেয়ার সমালোচনা করে রব বলেন, বড় জায়গায় সমাবেশ করতে চেয়েছি। লালদীঘিতে অনুমতি না দিয়ে একপাশ রাস্তা বন্ধ করে চট্টগ্রাম বিএনপি দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে দিয়েছে৷ মানুষ কত কষ্ট করে এখানে এসেছে। হিমশিম খাচ্ছে৷ কয়েকজন মহিলা তো সরকারকে, প্রশাসনকে গজব দিচ্ছে।
এসময় প্রধানমন্ত্রীকে হেলকপ্টার দিয়ে জনসভায় মানুষের ঢল দেখে যাওয়ার অনুরোধ করেন রব।
এদিকে তার বক্তব্য চলাকালে বেগম জিয়ার মুক্তির দাবিতে একের পর এক স্লোগান দিতে থাকে বিএনপির নেতাকর্মীরা। এতে বক্তব্য দিতে বাধার সৃষ্টি হলে নেতাকর্মীদের উদ্দেশ্য আ.স.ম আবদুর রব বলেন, কথা শুনতে হবে। না হলে খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না। স্লোগানে মুক্ত হবে না। রাজপথে নামতে হবে।
এসময় জাতীয় ঐক্যের এই শীর্ষ নেতা বলেন, মামলা-হামলায় কাজ হবে না। সরকারকে ক্ষমতা ছেড়ে দিতে হবে। সারা বাংলাদেশ ঘেরাও করে এ সরকারের পতনের লড়াইয়ে রাজপথে নামতে হবে। এ লড়াইয়ে জিততে হবে।
একুশে/আরএইচ/এসসি