মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

পুনর্গঠিত বিকল্পধারার প্রথম বৈঠক বারিধারায়

| প্রকাশিতঃ ২৮ অক্টোবর ২০১৮ | ৩:১৬ অপরাহ্ন

একুশে ডেস্ক : সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বারিধারার বাসভবন ‘মায়াবি’তে পুনর্গঠিত বিকল্পধারা বাংলাদেশের প্রথম প্রেসিডিয়াম বৈঠক শুরু হয়েছে।

রোববার (২৮ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।

বি চৌধুরীর প্রেস সেক্রেটারি জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকল্পধারায় নতুন কে কে যোগ দেবেন, যুক্তফ্রন্ট পরিসর বাড়ানোসহ নানা বিষয়ে আলোচনা হবে।

বৈঠকে প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) আবদুল মান্নান, শমসের মবিন চৌধুরী, গোলাম সারোয়ার মিলন, মাহী বি চৌধুরী, আবদুর রউফ মান্নান ও অধ্যাপক আনোয়ারা বেগম উপস্থিত আছেন।

একুশে/ডেস্ক/এসসি