সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চবির ‘বি’ ইউনিটে পাসের হার ৪৪ শতাংশ

| প্রকাশিতঃ ২৮ অক্টোবর ২০১৮ | ৫:৫৩ অপরাহ্ন

চট্টগ্রাম :  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটে পাশের হার ৪৪.৪৫ শতাংশ। ‘বি’ ইউনিটের অধীনে আসন রয়েছে ১ হাজার ২২১টি।

পরীক্ষার বিস্তারিত ফলাফল এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.cu.ac.bd) জানা যাবে। এছাড়া CU KHA লিখে রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ ভর্তিচ্ছুরা ফল জানতে পারবে।

রবিবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আনুষ্ঠানিকভাবে এ ফললফল প্রকাশ করেন।

এবার ভর্তি পরীক্ষায় ২৭ হাজার ৬৪৮ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে পাস করেছেন ১২ হাজার ২৯০ জন শিক্ষার্থী।

একুশে/এসসি