সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চবি’র ‘সি’ ইউনিটের ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত

| প্রকাশিতঃ ৩০ অক্টোবর ২০১৮ | ৫:০৮ অপরাহ্ন

চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)ব্যাবসায় প্রশাসন অনুষদভুক্ত সি- ইউনিটের ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ৯ টা ৪৫ মিনিট থেকে ১২ টা পর্যন্ত এক শিফটে তিনটি কেন্দ্রে সি-ইউনিটের ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের তথ্য শাখা থেকে জানা যায়, সি- ইউনিটের ভর্তি পরিক্ষার্থী ছিলো ১১ হাজার ৪৩৮ জন। সোমবার ধর্মঘটের কারণে এ-ইউনিটে প্রায় ১১ হাজার শিক্ষার্থী অনুপস্থিত থাকলেও মঙ্গলবার শতকরা ৮০ ভাগ অর্থাৎ ৯১৫১ জন শিক্ষার্থী ভর্তি পরিক্ষায় অংশগ্রহণ করে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী ভর্তি পরীক্ষার হলসমূহ পরিদর্শন করেন। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, এ-ইউনিট ভর্তি কমিটির কো-অর্ডিনটর এবং ব্যাবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. এ.এফ.এম আওরঙ্গজেব ও বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, চবি শিক্ষক সমিতির সভাপতি, রেজিস্ট্রার, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামীকাল বিকেলে সি-ইউনিটের ফলাফল প্রকাশিত হবে।এদিকে সকালে বি১ ইউনিট ও বিকেলে ডি১ ইউনিটের ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হবে।

একুশে/আইএস/এসসি